নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ইং Nursing Admission Notification 2020-21

 নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ইং
 
 পাবলিক এবং প্রাইভেট বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি 2021-2022। নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2022 bnmc.gov.bd এবং bnmc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভর্তির যোগ্যতা, পরীক্ষার নম্বর বণ্টন, আসন সংখ্যা, আবেদন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সব তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে।
সরকারি নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি 2021-2022

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অব বাংলাদেশ তিন বছর মেয়াদি মিডওয়াইফারি ডিপ্লোমা এবং চার বছর মেয়াদি বিএসসি নার্সিংয়ের জন্য অনলাইনে আবেদন শুরু করেছে। প্রার্থীরা ন্যূনতম যোগ্যতাসহ আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়

আবেদন শুরু - 03 এপ্রিল 2022 (সকাল 10)

আবেদনের শেষ তারিখ - 20 এপ্রিল 2022 (রাত 11.59)

টাকা জমা দেওয়ার শেষ তারিখ - 21 এপ্রিল 2022 (রাত 11.59)

আবেদন ফি - Rs.600 (নার্সিং) / Rs.500 (মিডওয়াইফারি)

ভর্তি পরীক্ষা - 20 মে 2022 (সকাল 10টা)

ভর্তি সংগ্রহ - 12 মে 2022 থেকে শুরু

আবেদনের লিংক- dgnm.teletalk.com.bd

আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা

     আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং 22 বছরের কম বয়সী হতে হবে।
    2020 বা 2021 সালে ইংরেজিতে HSC বা সমমানের পরীক্ষা এবং 2018 বা 2019 সালে ইংরেজিতে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নার্সিং-এ ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি ইন নার্সিং)- এসএসসি এবং এইচএসসি বা বিজ্ঞানে সমমানের
পরীক্ষায় ন্যূনতম জিপিএ 6.00 থাকতে হবে। তবে কোন পরীক্ষায় ৩.০০ এর কম জিপিএ গ্রহণযোগ্য হবে না। এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি - যেকোনো বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 6.00। তবে যেকোনো পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

    বাংলাদেশের নাগরিক যারা বিদেশী শিক্ষা / ও-লেভেল / এ লেভেল প্রোগ্রামে এসএসসি / এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মার্কশিটগুলিকে বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে অনলাইনে সমতা শংসাপত্র সংগ্রহ করার পর। আবেদন করতে পারেন।
    ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে সংরক্ষিত আসনের ১০ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানে সংরক্ষিত আসনের ২০ শতাংশ যোগ্য বলে বিবেচিত হবে।

আসন সংখ্যা

সারাদেশে 100টি প্রতিষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য মোট 4960টি আসন রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

    বিএসসি ইন নার্সিং - 1200
    ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি - 2630
    মিডওয়াইফারিতে ডিপ্লোমা - ​​1050

ভর্তি পরীক্ষার বিতরণ

150 নম্বরের ভিত্তিতে প্রার্থীদের ভর্তির জন্য নির্বাচন করা হবে। এতে 100 নম্বর MCQ থাকবে এবং সময় হবে 1 ঘন্টা। বাকি ৫০ নম্বর জিপিএর জন্য বরাদ্দ করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে তাকে অকৃতকার্য বলে গণ্য করা হবে।
বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি / মিডওয়াইফারিতে ডিপ্লোমা

    বাংলা - 20টি
    ইংরেজি - 20
    গণিত - 10
    বিজ্ঞান (রসায়ন, জীববিজ্ঞান, রসায়ন) - 30
    সাধারণ জ্ঞান - 20



    বাংলা - 20টি
    ইংরেজি - 20
    গণিত - 10
    সাধারণ বিজ্ঞান - 25
    সাধারণ জ্ঞান - 25

জিপিএ নম্বর নির্ধারণ

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫০ নম্বর দেওয়া হবে। নাম্বারিং প্রক্রিয়া হল-

    4 গুণ SSC / সমমানের GPA = 20 (সর্বোচ্চ)
    8 গুণ = 30 (সর্বোচ্চ) HSC / সমমানের GPA
 নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ইং
 
 
 
 
 
 
 

 

 
 
বিঃদ্রঃ  ১৫ জুলাই'২১ইং সকাল ১০টার পর আবেদনের ওয়েবসাইট লিংক পাবেন।
 
 

আবেদন করতে আগ্রহীরা নিচের নিয়মাবলি ভালো করে পড়ে নেন-
 

 
 















 

অনলাইনে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন............. 
 
 
 

 

যাবতীয় আপডেট তথ্য সম্পর্কে জানুনঃ

 

কম্পিউটার ব্যবহার নিয়ে কিছু জানা-অজানা টিপস
পেয়ারার ২৪টি ঔষুধি গুনাগুন জেনে নিনঃ
জিরা এর ১৮টি ঔষধীয় গুনাগুন জেনে নিনঃ
জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের পদ্ধতিঃ
গুরুত্বপূর্ণ শটকার্ট ব্যবহারঃ MS Word Keyboard Shortcut Keys:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ