
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি: Government-Primary-School-Assistant-Teacher-Recruitment-Preparation
প্রাথমিক শিক্ষকের চাকরিকে খাটো করে দেখার সুযোগ নেই। কারণ এটিকে গ্রেড-১৩(১১০০০-৩৬৫৯০) এ উন্নীত করা হয়েছে। এই মুহূর্তে ৩২০০০+ নিয়োগের কথা বলা হচ্ছে তবে চূড়ান্ত নিয়োগে ৪০০০০+ থাকা স্বাভাবিক। কারণ ততদিনে শূন্যপদ বাড়বে। তাই এই সুযোগ হাতছাড়া না করে প্রস্তুতি নিন।
দুই ধাপে প্রাথমিক পরীক্ষা হয়। MCQ টাইপ ৮০ নম্বর দিয়ে লেখা হয়। ৮০ টি MCQ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি 1 নম্বর পাবেন। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫নম্বর কাটা হবে।
দ্বিতীয় ধাপে, ২০ নম্বরের একটি ভাইভা থাকবে। যারা MCQ পাশ করেছে তারা ভাইভা দেবে। সমগ্র উপজেলার উপর ভিত্তি করে মোট ১০০টি মেধা তালিকা তৈরি করা হবে।
এখন জানি মান বন্টন:
ক: ইংরেজি ২০
খ. বাংলা ২০
গ. গণিত ২০
ঘ. সাধারণ জ্ঞান ২০
ইংরেজি
২০ নম্বর ইংরেজিতে ভালো করতে চাইলে এই বিষয়গুলো দেখতেই হবে
Grammar
1. Parts of Speech
2. Identification of Parts of Speech
3. Interchange Parts of speech.
4. Phrase & Clause
5. Gerund & Participle
6. Number & Gender
7. Preposition
8. Right form or Verb
9. Voice & Narration
10. Subject-Verb Agreement
12. Conditional Sentence
13. Synonym, Antonym & Spelling
লিটারচার
সাহিত্য
2/1 টা আসতে পারে। আবার নাও আসতে পারে। সেরা ছেলের জন্য বিগত প্রাইরি,
বিসিএস ও নন ক্যাডারের প্রশ্ন উত্তর। এছাড়াও শেক্সপিয়ার, জন মিল্টন,
ওয়ার্ডসওয়ার্থ সহ চুক্তির নাম এইচএসএসএসআর ইংরেজিতে আছে তাদের কয়েকটা
বইয়ের নাম হবে।
খ. বাংলা
বাংলায় ভালো করতে হলে ব্যাকরণ বেশি পেতে হবে।
সাহিত্য থেকে ৩-৪ টা বেশি আসে না।
ব্যাকরণ
১. সন্ধি
২. বানান
৩. সমার্থক ও বিপরীত শব্দ
৪. শব্দের প্রকার ভেদ
৫. ওয়ানি, বর্ণ ও অক্ষর
৬. পরিভাষা
৭. উপসর্গ
৮. কারক ও বিভক্তি
৯. প্রত্যয় ও সমাস
১০. শব্দকোচন ও বাগড়া
১১। পদ প্রকরণ
বাংলা সাহিত্য
১. বিগত বিসিএস, ননক্যা ও প্রাইমার প্রশ্নের উত্তর।
২. ষষ্ঠ থেকে এইচএসবিএস পর্যন্ত বাংলা বইয়ের লেখার পরিচিতি।
৩. চর্যাপদ
৪. রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কচন্দ্র চট্টোপাধ্যায়।
৫. কিছু নাটক, গল্প ও নাটক।
৬. সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি।
গণিত
এই অংশে অনেক বেশি শ্রমন। গণিতকে ৩ ভাগ করা যায়।
i) পাটি গণিত
থেকে ১০-১৩ টা প্রশ্ন
১. ৩০০ টপিক থেকে সবগুলো চাট্যাপ্টার ভালোভাবে পাওয়ার পাওয়ার করবে।
২. মুনাফা, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, নাটক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, পুরানো, ভগ্ন অংশ।
ii) বীজগণিত
পদ্ধতি থেকে ৩-৪টা।
১. বীজগাণিতিক রাশি, প্রচারক বিশ্লেষণ, এক চলক ও দুকবিশিষ্ট সমীকরণ
২. চিহ্ন, লগারিদম ও ধারা, সেট
৩. বিগত বছরের প্রাইমারি সব গণিত প্রাকটিস করবেন।
iii) জ্যামিতি
পদ্ধতি থেকে ৩-৪টা।
১. রেখা, কোণ ও ত্রিভুজ
২. পীথাগোরাসে উপপাদ্য
৩. বৃত্ত
৪. পরিমিতিতে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সমস্যা।
সাধারণ জ্ঞান
i) বাংলাদেশ বিষয়াবলী
স্বাধীনতা
ভগোক অবস্থান, বর্ণনার ইতিহাস থেকে সংগম (১৯৭১), কৃষি ও জলবায়ু, জনা,
সংবিধান ও আইন অর্গানসমূহ, পরিস্থিতি অর্থনীতি। (নবম শ্রেণির সমাজবিজ্ঞান,
ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতি বই থেকে এই টপিকগুলি দেখবেন)
ii) আন্তর্জাতিক বিষয়গুলি
১. কিছু গুরুত্বপূর্ণ দেশ ও মূদ্রা
২. কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা।
৩. প্রণালী
৪.বর্তমান বিশ্ব রাজনীতি
৫. চীন, ভারত ও যুক্তরাষ্ট্র
(সাম্প্রতিক অংশের জন্য সফল মাস বাদ দিয়ে এর শেষ ৩-৪টি কারেন্ট এফেয়ার্সের অংশের ২ পেজ বারন)
iii) সাধারণ বিজ্ঞান
বেসিক প্রশ্ন করবে। ১০ম থেকে ৪৩তম পর্যন্ত প্রিভিস প্রশ্নগুলো ব্যাখ্যা সহ ভালোভাবে পড়ে ফেলবেন।
iv) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
এখানেও
বেসিক প্রশ্ন করবে। যেমন, ইনট্যাক্ট ও আউটপুট ডিভাইস, সামাজিক যোগাযোগের
মাধ্যম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। এছাড়াও রয়েছে গুগল, ইউটিউব,
মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ই-মেইল, ওয়েব ব্রাউজার ইত্যাদি।
(সহজ কম্পিউটার জিততে পারেন)
****পুরোপুরি
সিলেবাস শেষ করার পর অবশ্যই বিগত ১৫ বছরের প্রাথমিক সহ শিক্ষক শিক্ষকদের
প্রশ্ন ভালোভাবে আয় করে যাবেন। আরও ১০ম থেকে ৪৩তম বিসিএস ও এনটিআরসিএ এর
(বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) প্রশ্ন।
সবার জন্য শুভ কামনা।
আরো যাবতীয় আপডেট তথ্য সম্পর্কে জানুনঃ
শিক্ষা বিষয়ক আপডেট তথ্য
স্বাস্থ্য বিষয়ক আপডেট তথ্য
সরকারি চাকরির খবরাখবর
বেসরকারি চাকরির খবরাখবর
চাকরির প্রস্তুতি
জীবন যুদ্ধে ঠিকে থাকতে অনুপ্রেরণা মূলক উক্তি ও বাণী
অনলাইন লেখাপড়া
জানা উচিতযাবতীয় আপডেট তথ্য






0 মন্তব্যসমূহ