কম্পিউটার ব্যবহার নিয়ে কিছু জানা-অজানা টিপস

 

কম্পিউটার ব্যবহার নিয়ে কিছু জানা-অজানা টিপস


কম্পিউটার ব্যবহার নিয়ে কিছু জানা-অজানা টিপস 

১. কম্পিউটারের ধারে কাছে ধােয়া বা ঐ ধরণের কিছু প্রবেশ রোধ করতে হবে। এগুলাে হার্ডডিস্কে মারাত্মক কুফল বয়ে আনতে পারে।

২. কম্পিউটারকে সরাসরি সূর্যের আলাে কিংবা আদ্র আবহাওয়া থেকে দুরে রাখতে হবে। সাধারণত: এসি রুম হলে ভাল হয়। অভাবে ঘরের মধ্যে যেন কখনাে ভেজা আবহাওয়া না থাকে এবং ঘরটি মােটামুটি ঠান্ডা থাকে। 

৩. দেওয়াল ঘেসে কখনই কম্পিউটারকে রাখা যাবে না। প্রতিটি কম্পিউটারের মধ্যে নিজেকে ঠান্ডা রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। দেওয়াল ঘেসে রাখলে সে ব্যবস্থা বাধাগ্রস্থ হয়। এছাড়াও দেওয়াল থেকে চুন, রং ইত্যাদি খসে কম্পিউটারের মধ্যে প্রবেশ করলে কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে।

৪. কম্পিউটার চালু করার আগে অবশ্যই দেখে নিতে হবে এর সাথে লাগানাে তারগুলাে ঠিকঠাক লাগানাে আছে কিনা। কোন তার টিলা থাকলে পার্ক হয়ে কম্পিউটার ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে।

 ৫. কম্পিউটারে বিদ্যুৎ সংযোেগ অবশ্যই ভােল্ট ষ্টাবিলাইজার মাধ্যম হতে হবে। কারণ আমাদেশে বিদ্যুতের উঠা-নামা যে দ্রুত গতিতে হয় তাতে কম্পিউটার হঠাৎকরে খুব বেশী ভােল্টেজ চলে আসতে পারে। এতে কম্পিউটারের নাজুক জিনিষগুলাে পুড়ে যেতে পারে। ৬. ডিস্ক ড্রাইভ এর লাইটঙ্খলা অবস্থায় কখনােই ডিস্ক বের করা যাবে না।করলে ডিস্ক ড্রাইভ এর রিডার হেড নষ্ট হয়ে যেতে পারে।

 ৭. কম্পিউটারের সিগন্যাল বাতি(লাল এন্টিগেটর বাল্ব) মিট মিট করে জ্বলতে থাকলে বুঝতে হবে কম্পিউটার কোন না কোন কাজ করছে। এই অবস্থায়

 ৮. কম্পিউটারের হার্ডডিস্ক কখনই ফরমেট করা উচিৎ নয়।

 ৯. কম্পিউটারের কাজ করার সময় অস্থির হয়ে কিছু করা যাবে না। এমন অনেক কাজ আছে যা সম্পাদন করতে কম্পিউটার কিছুটা সময় নিতে পরে। অস্থির হয়ে কিছু করলে কম্পিউটারের স্বাভাবিক কাজের ব্যাঘাত সৃষ্টি হবে। ফলে কম্পিউটারের ক্ষতি হয়ে যেতে পারে।

 ১১. কোন একটি প্রােগ্রামে কাজ করার সময় সেই প্রােগ্রাম বন্ধ না করে সরাসরি সুইচ টিপে কম্পিউটার বন্ধ করা যাবে না। কম্পিউটার বন্ধ করতে হলে পর্যায়ক্রমিক ভাবে সব প্রােগ্রামগুলাে বন্ধ করে কম্পিউটারের নির্ধারিত শাটডাউন পদ্ধতিতে বন্ধ করতে হবে।

 

উইন্ডােজ ১০ সেট আপ(সংক্ষেপে)

• প্রথমেই আপনার আপনার ফাইলগুলাে ব্যাকআপ করে নিন (সি ড্রাইভের

অন্তর্গত)।

 • এবার Windows 10 DVD/USB প্রবেশ

করান ও কম্পিউটার রিস্টার্ট করুন। 

• Press any key to boot.. আসবে, যেকান একটি কী চাপুন। আপনার ভাষা + অন্যান্য সেটিং করে এগিয়ে যান। (যে ভাবে আছে সেভাবে রেখেই এগিয়ে যান)। 

• Install now এ ক্লিক করুন।

 • I accept the license terms ufo চিহ্ন দিয়ে Next করুন।

 • আপনি যদি উইন্ডােজকে আপগ্রেড করতে চান তাহলে Upgrade এ ক্লি করুন। নতুন করে ইন্সটল করতে Custom এ ক্লিক করুন। আগের যদি পার্টিশান করা থাকে তাহলে সি ড্রাইভে উইন্ডােজ ইন্সটল করুন অথবা আপনার পছন্দমত ড্রাইভে ইন্সটল করুন। পার্টিশান করা না থাকলে পার্টিশান করে নিয়ে ইন্সটল করুন।

 • যে ড্রাইভে উইন্ডােজ ইন্সটল করবেন, ফরম্যাট করে নিবেন। এজন্য Format বাটনে ক্লিক করে ফরম্যাট করুন। উইন্ডােজ ১০ ইন্সটল কার্যক্রম শুরু... ইন্সটল শেষে কম্পিউটার রিস্টার্ট নিবে অটোমেটিক। রিস্টার্টের পর...

 • কম্পিউটার আবার রিস্টার্ট নিবে...

 • Use express settings এ ক্লিক করে এগিয়ে যান।

 • ইউজার নেম দিন। পাসওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন। 

• Finish বাটনে ক্লিক করুন।


আরো পড়ুনঃ 


যাবতীয় আপডেট তথ্য সম্পর্কে জানুনঃ

 

কম্পিউটার ব্যবহার নিয়ে কিছু জানা-অজানা টিপস
পেয়ারার ২৪টি ঔষুধি গুনাগুন জেনে নিনঃ
জিরা এর ১৮টি ঔষধীয় গুনাগুন জেনে নিনঃ
জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের পদ্ধতিঃ
গুরুত্বপূর্ণ শটকার্ট ব্যবহারঃ MS Word Keyboard Shortcut Keys:

 

কম্পিউটার ব্যবহার নিয়ে কিছু জানা-অজানা টিপস
পেয়ারার ২৪টি ঔষুধি গুনাগুন জেনে নিনঃ
জিরা এর ১৮টি ঔষধীয় গুনাগুন জেনে নিনঃ
জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের পদ্ধতিঃ
গুরুত্বপূর্ণ শটকার্ট ব্যবহারঃ MS Word Keyboard Shortcut Keys:
কিছু গুরুত্বপূর্ণ শব্দের পূর্ণরূপ জেনে নিন.........
“পর্চা”, “দাগ”, “খতিয়ান”, “মৌজা”, “জমা খারিজ”, “নামজারি”, “তফসিল” ইত্যাদি বিষয়ের ডেফিনেশন? এবং জেনে নিন ভূমি বিষয়ক জরুরী সব তথ্য..
পুরাতন দলিলে ব্যবহৃত শব্দের অর্থ
 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ