
TENSE বা কাল
Tense বা কাল কাকে বলে?
ক্রিয়ার কাল কে Tense বলা হয় ৷অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Example:–
1.I eat rice. (Present) আমি ভাত খাই ৷ (বর্তমান কাল)
2.I ate rice. (Past) আমি ভাত খেয়েছিলাম৷ (অতীত কাল)
3.I will eat rice. (Future) আমি ভাত খাবো৷ (ভবিষ্যত কাল)
Types of Tense
Types of Tense: (Tense এর প্রকার)
Tense কে তিন ভাগে ভাগ করা যায় :-
1. Present tense (বর্তমান কাল). (what are you presently doing )
2. Past Tense (অতীত কাল) .(What you did some time back).
3. Future Tense (ভবিষ্যত কাল). (What you will do some time later).
• এদের প্রত্যেক কে আবার চারভাগে ভাগ করা যায়-
1. Indefinite Tense (সাধারণ কাল)
2. Continuous Tense (ঘটমান কাল)
3. Perfect Tense (পুরাঘটিত কাল)
4. Perfect Continuous Tense (পুরাঘটিত বর্তমান কাল)
Present Tense (বর্তমান কাল)
A. Present Indefinite Tense:
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।
Structure:
Subject + Main Verb Present Form+ Object.
উদাহরণ:
- আমি ভাত খাই – I eat rice.
- আমি স্কুলে যাই – I go to school.
- সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.
- তুমি বই পড় – You read a book.
Note: Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি,
বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে verb এর শেষে s বা es বসে।
মনে রেখো:
1. I/we – First Person
2. You/your – Second person
• He/she ,it, they সমস্ত নাম – Third Person
B. Present Continuous Tense:
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous
tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে,
চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।
Structure:
Example:
- আমি ভাত খাইতেছি – I am eating rice.
- আমি স্কুলে যাইতেছি – I am going to school.
- সে স্কুলে যাইতেছে – He is going to school.
- তুমি/ তোমরা বই পড়িতেছ – You are reading book.
Note: I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular
number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।
C. Present Perfect Tense:
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে
Present perfect tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ,
ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি,
খাই নাই, বোঝালে Present perfect tense হয়।
Structure:
Subject + have/has + past participle + object.
Example:
- আমি ভাত খাইয়াছি – I have eaten rice.
- আমি স্কুলে গিয়েছি – I have gone to school.
- সে স্কুলে গিয়েছি – He has gone to school.
- আমি ভাত খাইনি – I have not eaten rice.
Note: Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি,
বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে । I, we, you, they এবং অন্যসব
plural subject এর শেষে have বসবে।
D. Present Perfect Continuous Tense
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্,
ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।
Structure:
Subject + has been/have been + main verb + ing + since/from/for +
object.
Example:
- আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for two days.
- সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been reading for two hours. (নির্দিষ্ট সময়)
- সে সকাল থেকে পড়িতেছে– He has been reading since mourning.
- সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He/She has been reading in this school for three years.
Note: Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি,
বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে । I, we, you, they এবং
অন্যসব plural subject এর শেষে have been বসবে।
Note:
- এক্ষেত্রে since ব্যাবহার হবে শুধুমাত্র point of time (past tense) এর ক্ষেত্রে।
- দিন কিংবা বার এর ক্ষেত্রে since or from হয়।
- সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার করা যায়।
- অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন ব্যাক্তিগত ক্ষেত্রে from ব্যাবহার হয়।
- Period of time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার হয়।
Past Tense (অতীত কাল)
(A) Past Indefinite Tense:
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই
তাকে Past Indefinite Tense বলে।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।
যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে,
করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন)
Structure:
Subject + past form of main verb + object.
Example:
- আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.
- আমি স্কুলে গিয়েছি/গিয়েছিলাম – I went to school.
- সে স্কুলে গিয়েছে/গিয়েছিল – He went to school.
- তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.
- তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his boyhood in London.
Note: Past indefinite tense যুক্ত কোন sentence এ যদি main verb না
থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার হবে।
(B) Past Continuous Tense:
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে,
চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।
Structure:
Subject + was/were + main verb + ing + object.
Example:
- আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.
- সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.
- তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.
- গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.
Note: subject first person and third person singular number হলে was
বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে।
(C) Past Perfect Tense:
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past
perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে,
ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure:
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর
past form +2nd object.
Example:
- আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
- আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.
- ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.
(D) Past Perfect Continuous Tense:
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল
বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে
তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম,
চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ
থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।
Structure:
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject +
verb এর past form + 2nd object.
Example:
- সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.
- ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were playing before the bell rang.
- আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.
Future Tense (ভবিষ্যত কাল)
Future Indefinite Tense:
ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:
Subject + shall/will + verb + object
Example:
- আমি কাজটি করিব- I will/shall do the work.
- তারা কাজটি করিবে- They will/shall do the work.
- আমি বিদ্যালয়ে যাব (যাবই)- I shall go to the school.
Note: সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে
will বসালেও চলবে।
Future Continuous Tense:
ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন
একটি যুক্ত থাকে।
Structure:
Subject + shall be/will be + main verb + ing + object.
Example:
- আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.
- আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.
- তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.
- সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
- তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.
- তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.
Future Perfect Tense:
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি
কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয়
এবং পরেরটা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের
যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।
Structure:
1st subject + shall have/will have + verb এর past participle + 1st
object + before + 2nd subject + main verb + 2nd object.
Example:
- বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব – I shall have done the work before my father comes.
- আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.
- তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.
- তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.
Future Perfect Continuous Tense:
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect
tense হয়।
ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect
tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন
একটি উল্লেখ থাকে।
Structure:
Subject – 1st subject + shall have been/will have been + main verb +
ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.
Example:
- তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.
- বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.
- তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.
Present Tense | Past Tense | Past participle | |||||||
Apply আবেদন করা | Applied আবেদন করেছিল | Applied | |||||||
Arrive পোঁছানো | Arrived পছেছিল | Arrived | |||||||
Beat প্রহার করা | Beat প্রহার করেছিল | Beaten | |||||||
Bend নোয়ানো | Bent নুয়েছিল | Bent | |||||||
Bleed রক্তপাত হওয়া | Bled রক্তপাত হয়েছিল | Bled | |||||||
Bring আনা | Brought এনেছিল | Brought | |||||||
Build নির্মাণ করা | Built নির্মাণ | Built | |||||||
Burn পোড়ানো | Burnt পুড়েছিল | Burnt | |||||||
Buy ক্রয় করা | Brought ক্রয় করেছিল | Brought | |||||||
Catch ধরা | Caught ধরেছিল | Caught | |||||||
Clean পরিষ্কার | Cleaned পরিষ্কার করেছিল | Cleaned | |||||||
Climb গাছে ওঠা | Climbed গাছে উঠেছিল | Climbed | |||||||
Comb চুল আঁচড়ানো | Combed চুল আঁচড়েছিল | Combed | |||||||
Cook রাধা | Cooked রেধেছিল | Cooked | |||||||
Dare সাহস করা | Dared সাহস করল | Dared | |||||||
Die মারা যাওয়া | Died মারা গিয়েছিল | Died | |||||||
Enter প্রবেশ করা | Entered প্রবেশ করল | Entered | |||||||
Eat খাওয়া | Ate খাইল | Eaten | |||||||
Feel অনুভব করা | Felt অনুভব করেছিল | Felt | |||||||
Finish শেষ করা | Finished শেষ করেছিল | Finished | |||||||
Flow প্রবাহিত হওয়া | Flowed প্রবাহিত হয়েছিল | Flowed | |||||||
Fold ভাঁজ করা | Folded ভাঁজ করল | Folded | |||||||
Get পাওয়া | Got পেয়েছিল | Got /gotten | |||||||
Grow জন্মানো | Grew জন্মেছিল | Grown | |||||||
Hang | Hung | Hung | |||||||
Have আছে / পাওয়া | Had ছিল | Had | |||||||
Hear শোনা | Heard শুনেছিল | Heard | |||||||
Hide লুকান | Hid লুকিয়েছিল | Hid /hidden | |||||||
Hire ভাড়া করা | Hired ভাড়া করেছিল | Hired | |||||||
Hold ধরা | Held ধরেছিল | Held | |||||||
Keep রাখা | Kept রেখেছিল | Kept | |||||||
Kneel হাঁটু গেড়ে বসা /নতজানু হওয়া | Knelt হাঁটু গেড়ে বসেছিল | Knelt | |||||||
Know জানা /চেনা | Knew জেনেছিল | known | |||||||
Lay ডিম দেয়া | Laid ডিম দিয়েছিল | Laid | |||||||
Learn শেখা | Learnt শিখেছিল | Learnt | |||||||
Leave ত্যাগ করা | Left ত্যাগ করেছিল | Left | |||||||
Hang ফাঁসি দেওয়া | Hanged ফাঁসি দিয়েছিল | Hanged | |||||||
Deal ব্যবহার করা | Dealt ব্যবহার করেছিল | Dealt | |||||||
Lend ধার দেওয়া | Lent ধার-দিয়েছিল | Lent | |||||||
Lie শোওয়া | Lay শুয়েছিল | Lain | |||||||
Lie মিথ্যা কথা বলা | Lied মিথ্যা বলেছিল | Lied | |||||||
Light আলো জ্বালানো | Lighted আলো জ্বলেছিল | Lighted | |||||||
Like পছন্দ করা | Liked পছন্দ করেছিল | Liked | |||||||
Lose হারানো | Lost হারিয়েছিল | Lost | |||||||
Love ভালোবাসা | Loved ভালবেসেছিল | Loved | |||||||
Make | Made | Made | |||||||
Meet দেখা করা | Met দেখা করেছিল | Met | |||||||
Move নাড়াচাড়া করা | Moved নাড়াচাড়া করল | Moved | |||||||
Nod ঘাড় নাড়া | Nodded ঘাড় নেড়েছিল | Nodded | |||||||
Pass অতিক্রম করা | Passed অতিক্রম করল | Passed | |||||||
Pay টাকা দেওয়া | Paid টাকা দিয়েছিল | Paid | |||||||
Place স্থাপন করা | Placed স্থাপন করেছিল | Placed | |||||||
Play খেলা করা | Played খেলা করেছিল | Played | |||||||
Push ধাক্কা দেওয়া | Pushed ধাক্কা দিয়েছিল | Pushed | |||||||
Read পড়া | Read পড়েছিল | Read | |||||||
Receive গ্রহণ করা | Received গ্রহণ করেছিল | Received | |||||||
Remember স্মরণ করা | Remembered স্মরণ করেছিল | Remembered | |||||||
Reserve সংরক্ষণ করা | Reserved সংরক্ষণ করেছিল | Reserved | |||||||
Return ফেরত দেওয়া | Returned ফেরত দিয়েছিল | Returned | |||||||
Ride ঘোড়ায় চড়া | Rode ঘোড়ায় চরেছিল | Ridden | |||||||
Ring বাজানো | Rang বাজিয়েছিল | Rung | |||||||
Rise ওঠা | Rose ওঠে-ছিল | Risen | |||||||
Run | Ran | Run | |||||||
Say বলা | Said বলেছিল | Said | |||||||
See দেখা | Saw দেখেছিল | Seen | |||||||
Seek খোজ | Sought খোজ করেছিল | Sought | |||||||
Sell বিক্রয় করা | Sold বিক্রয় করেছিল | Sold | |||||||
Send পাঠানো | Sent পাঠিয়েছিল | Sent | |||||||
Sew সেলাই করা | Sewed সেলাই করেছিল | Sewed | |||||||
Shine কিরণ দেওয়া | Shone কিরণ দিয়েছিল | Shone | |||||||
Shoot গুলি করা | Shot গুলি করেছিল | Shot | |||||||
Show দেখানো | Showed দেখিয়েছিল | Shown | |||||||
Sing গান করা | Sang গান করেছিল | Sung | |||||||
Sit বসা | Sat বসেছিল | Sat | |||||||
Sleep ঘুমানো | Slept ঘুমিয়েছিল | Slept | |||||||
Smell গন্ধ নেওয়া | Smelt গন্ধ নিয়েছিল | Smelt | |||||||
Smoke ধুমপান করা | Smoked ধুমপান করেছিল | Smoked | |||||||
Sow বপন করা | Sowed বপন করেছিল | Sowed | |||||||
Speak কথা বলা | Spoke কথা-বলেছিল | Spoken | |||||||
Spend খরচ করা | Spent খরচ-করেছিল | Spent | |||||||
Stand দাঁড়ানো | Stood দাঁড়িয়েছিল | Stood | |||||||
Start আরম্ভ করা | Started আরম্ভ করেছিল | Started | |||||||
Stay থাকা | Stayed থেকেছিল | Stayed | |||||||
Steal চুরি করা | Stole চুরি-করেছিল | Stolen | |||||||
Stop থামা | Stopped থেমেছিল | Stopped | |||||||
Strike আঘাত করা | Struck আঘাত-করেছিল | Struck/ stricken | |||||||
Sweep ঝাঁট দেওয়া | Swept ঝাট দিয়েছিল | Swept | |||||||
Swim সাঁতার কাটা | Swam সাঁতার কেটেছিল | Swum | |||||||
Take নেওয়া | Took নিয়েছিল | Taken | |||||||
Talk কথা বলা | Talked কথা-বলেছিল | Talked | |||||||
Teach শিক্ষা দেওয়া | Taught শিক্ষা দিয়েছিল | Taught | |||||||
Tear ছেড়া | Tore ছুড়েছিল | Torn | |||||||
Tell বলা | Told বলেছিল | Told | |||||||
Think চিন্তা করা | Thought চিন্তা করেছিল | Thought | |||||||
Throw নিক্ষেপ করা | Threw নিক্ষেপ করেছিল | Thrown | |||||||
Touch ছোঁয়া | Touched ছুয়েছিল | Touched | |||||||
Travel ভ্রমন করা | Travelled ভ্রমন করেছিল | Travelled | |||||||
Unfold ভাঁজ খোলা | Unfolded ভাঁজ খুলেছিল | Unfolded | |||||||
Unite মিলিত হওয়া | Untied মিলিত হয়েছিল | Untied | |||||||
Wait অপেক্ষা করা | Waited অপেক্ষা করেছিল | Waited | |||||||
Walk হাঁটা | Walked হেঁটেছিল | Walked | |||||||
Wear পোশাক পড়া | Wore পোশাক পড়েছিল | Worn | |||||||
Weave বোনা | Wove বুনেছিল | Woven | |||||||
Win জয়-করা | Won জয়-করেছিল | Won | |||||||
Wind পাকানো /দম দেওয়া | Wound দম দিয়েছিল | Wound | |||||||
Work কাজ করা | Worked কাজ করেছিল | Worked | |||||||
Write লেখা | Wrote লিখেছিল | Written | |||||||
Forgive ক্ষমা করা | Forgave ক্ষমা করেছিল | Forgiven | |||||||
Forbid নিষেধ করা | Forbade নিষেধ করেছিল | Forbidden | |||||||
Freeze জমা | Froze জমেছিল | Frozen | |||||||
Begin আরম্ভ করা | Began আরম্ভ করেছিল | Begun | |||||||
Become হওয়া | Became হয়েছিল | Become | |||||||
Drive চালান | Drove চালিয়েছিল | Driven | |||||||
Fall পতিত হওয়া | Fell পতিত হয়েছিল | Fallen | |||||||
Find দেখা | Found দেখেছিল | Found | |||||||
Fly উড়া | Flew উড়েছিল | Flown | |||||||
Fight যুদ্ধ করা | Fought যুদ্ধ করেছিল | Fought | |||||||
Forget ভুলে যাওয়া | Forgot ভুলে-গিয়েছিল | Forgot/forgotten | |||||||
Give দেওয়া | Gave দিয়েছিল | Given | |||||||
Am, is হওয়া | Was হয়েছিল | Been | |||||||
Are হওয়া | Were হয়েছিল | Been | |||||||
Mistake ভুল করা | Mistook ভুল করেছিল | Mistaken | |||||||
Ask | Asked | Asked | |||||||
Boil সিদ্ধ করা | Boiled সিদ্ধ করেছিল | Boiled | |||||||
Found প্রতিষ্ঠিত করা | Founded প্রতিষ্ঠিত করেছিল | Founded | |||||||
Spoil নষ্ট করা | Spoiled নষ্ট করেছিল | Spoiled | |||||||
Quarrel ঝগড়া করা | Quarreled ঝগড়া করেছিল | Quarreled | |||||||
Wish ইচ্ছা করা | Wished ইচ্ছা করেছিল | Wished | |||||||
Understand বুঝতে পারা | Understood বুঝতে পেরেছিল | Understood | |||||||
Study অধ্যয়ন করা | Studied অধ্যয়ন করেছিল | Studied | |||||||
Succeed | succeeded | Succeeded | |||||||
Shall | Should | Should | |||||||
Want চাওয়া | Wanted চেয়েছিল | Wanted | |||||||
Bust | Bust | Bust | |||||||
Bet বাজি ধরা | Bet বাজি ধরেছিল | Bet | |||||||
Cut কাটা | Cut কেটেছিল | Cut | |||||||
Cost খরচ করা | Cost খরচ করেছিল | Cost | |||||||
Hit আঘাত করা | Hit আঘাত করেছিল | Hit | |||||||
Hurt বেদনা দেওয়া | Hurt বেদনা দিয়েছিল | Hurt | |||||||
Let অনুমতি দেওয়া | Let অনুমতি দিয়েছিল | Let | |||||||
Put রাখা | Put রেখেছিল | Put | |||||||
Rid মুক্তি পাওয়া | Rid মুক্তি পেয়েছিল | Rid | |||||||
Set বসানো | Set বসেছিল | Set | |||||||
Shed সরানো | Shed সরিয়েছিল | Shed | |||||||
Shut বন্ধ করা | Shut বন্ধ করেছিল | Shut | |||||||
Spit থুথু ফেলা | Spit থুথু ফেলেছিল | Spit | |||||||
Spread ছড়িয়ে পড়া | Spread ছড়িয়েছিল | Spread | |||||||
Knit বোনা | Knit বুনেছিল | Knit | |||||||
Am/Is/Are | Was/Were | Been | |||||||
0 মন্তব্যসমূহ