
ডুমুর
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হাড় মজবুত করে হৃদপিণ্ড সুস্থ রাখে স্তন ক্যানসার প্রতিরােধ করে দেহের ওজন কমায় ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে পেটের সমস্যা দূর করে

থানকুনি পাতা
জ্বর কমায়। পেটের পীড়া ভাল করে । | গ্যাস্ট্রিক দূর করে| হজমশক্তি বৃদ্ধি কর। খুশখুশে কাশি উপশম করে আমাশয় ভাল করে।লিভারের সমস্যা দূর করেরক্ত দূষণ প্রতিরােধ কার্যকরী
পেয়াজ
কীটপতঙ্গের কামড়ের ব্যথা দূর করতেও পেঁয়াজ উপকারী গলা ব্যথা দূর করে। মুখের ব্রণ দূর করেপােড়া স্থানের ব্যথা ও জ্বালা কমায় চুল পড়া প্রতিরােধ করে এন্টিবায়ােটিক হিসেবে কাজ করে| হেচকি বন্ধ করে। বমি বমি ভাব দূর করে
রসুন
অ্যান্টিবায়ােটিক হিসেবে কাজ করে রক্তের কোলেস্টেরল হ্রাস করে হার্ট সুস্থ্য রাখে।
কাঁচা রসুন শরীরের রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ায় পরিপাক সমস্যা দুর করে সর্দিকাশিতেও রসুন উপকারী ডিসেনট্রি নির্মূলের ক্ষেত্রে রসুন বেশ কার্যকরী ক্যানসার প্রতিরােধ করে রসুন
তেলাকুচা
তেলাকুচায় প্রচুর বিটা-ক্যারােটিন আছে ডায়াবেটিস প্রতিরােধী।
জ্বর দূর করে। | কুষ্ঠ রােগের ক্ষেত্রে তেলাকুচার বহুল ব্যবহার রয়েছে। - হাঁপানি, ব্রংকাইটিস ও জন্ডিস রােগের ক্ষেত্রে তেলাকুচার ব্যবহার রয়েছে * রক্ত আমাশয় বা সাদা আমাশয়ে এর পাতার রস চিনি-সহ সেবনে উপকার হয়।
জলপাই
কর্মশক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের ঔজ্জ্বলতা বারায়
ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে | হার শক্ত করে আত্রাইটিস প্রতিরােধ করে
| মুটিয়ে যাওয়া প্রতিরােধ করে
বাসক পাতা
জ্বর সর্দি-কাশিতে উপকার পাওয়া যায় উকুন দূর করে কফজনিত শাসকষ্ট উপশম করে
প্রস্রাবের জ্বালাপােড়া দূর করে করে জন্ডিস রেগে উপকার পাওয়া যায় চলকানি দূর করে।
দাতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে বাসক পাতার রস গায়ের রং ফর্সা করে
অম্বল/এসিডিটি দূর করে পেট কামড়ানি বা পেটের জ্বালাপােড়া উপশম করে | শরীরে কোথাও ফুলে গেলে আকন্দ পাতা বেধে রাখলে ভাল হয় পাতা চুরুট বানিয়ে ধুমপান করলে শ্বাস কষ্ট ভাল হয় নিউমােনিয়ায় উপকারী। হজমশক্তি বৃদ্ধি করে
তেতুল
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে স্কার্ভি রােগ প্রতিরােধ করে
রক্তের কোলস্টেরল কমায় মেদভুড়ি কমায় | এসিডিটি কমায় শরীরের জ্বালাপােড়া কমায়
তেজপাতা
শরীরের লাবণ্য বৃদ্ধি করে। চর্মরােগ দূর করে করে প্রস্রাবের হলুদ রং দূর করে
এলার্জি সমস্যা দুর করে শরীরের দুর্গন্ধ দূর করে।
| অতিরিক্ত ঘাম বের হওয়া কমায়। মুখের অরুচি দূর করে চোখের পিচুটি দমনে কার্যকরী
বেলের শরবত শরীর ও মনে তৃপ্তি জোগায় হজমশক্ত বৃদ্ধি করে
স্মৃতি শক্তি বাড়ায় বেল ডায়েরিয়া ও আমাশয় রােগে ধন্বন্তরী ওষুধ পাকস্থলীতে উপকারী পরিবেশ তৈরি করে
বেলের শরবত কোষ্ঠকাঠিন্য দূর করে পাইলস, অ্যানাল ফিস্টুলা, হেমােরয়েড প্রতিরােধে কার্যকরী
চিরতা
ডায়েরিয়া ও লিভারের বিভিন্ন রােগে প্রতিরােধে চিরতার জল উপকারী অ্যালার্জিতে শরীর ফুলে উঠলে চিরতার জল খেলে উপকার পাবেন
- কৃমিনাশক। চুলকানি সমস্যায় উপকারী চুল পড়ে যাওয়া প্রতিরােধ করে
হাঁপানির প্রকোপ কমায়
শ্বেতী রােগ সারাতে বহেড়া যথেষ্ট উপকারী।
রক্ত আমাশয় উপশম করে অকালে চুল পাকা রােধে বহেড়া উপকারী।
মধু মিশিয়ে চেটে খেলে কফের সমস্যা কমে যায় টাক মাথায় বহেরার বিচি বেটে লাগালে উপকার পাওয়া যায়। শরীরে ফুলে যাওয়া স্থানে ছাল বেটে লাগালে ফুলা কমে
আদা
মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপ কমায়। মাতৃত্বকালীন বমি বমি ভাব কমায় শরীরের জয়েন্টে ব্যথা কমায়| শ্বেতী রােগ কিছুটা কমায় অফুরান প্রাণশক্তি পাওয়া যায় হজম শক্তি বৃদ্ধি করে অপারেশনের পর কাঁচা আদা খান, দ্রুত সেরে উঠবেন
ঠান্ডা -সর্দিতে খুব ভাল কাজ করে ।
অশ্বগন্ধা
শুক্রাণু বাড়াতে অশ্বগন্ধার নাম সুবিদিত। এ গাছের রস শক্তিবর্ধক ইনসমােনিয়া দূর করে। | চোখের ব্যথা দূর করতে অশ্বগন্ধা বিশেষ উপকারী। সর্দি-কাশি থেকে মুক্তি পেতে অশ্বগন্ধার মূল কার্যকরী মানসিক ও শারীরিক দুর্বলতা দূর করে সর্দি-কাশি উপশম করে
পুদিনা পাতা
শ্বাস প্রশ্বাসের সমস্যায় আশির্বাদ হিসেবে কাজ করে পেটের ব্যথা কমায়। | ক্যান্সার প্রতিরােধক| মুখের তৈলাক্তভাব দুর করে। অজ্ঞান ব্যক্তির মুখের সামনে ধরলে জ্ঞান ফিরে আসে।হেঁচকি সমস্যা দূর করে সর্দি-কাশি উপশম করে।
কালমেঘ
জ্বর সর্দি-কাশি উপশম করে। কোষ্ঠকাঠিন্য দূর করে লিভার সুস্থ্য করে
রস রক্ত পরিষ্কারক, পাকস্থলী ও যকৃতের শক্তিবর্ধক পাতা সিদ্ধ করে ক্ষতস্থানে লাগিয়ে দিলে ঘা-পাঁচড়া সেরে যায়।টাইফয়েডের প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়।ফ্লু ও সাইনাসাইটিসের জন্য উপকারী
আমলকি
চুল পড়া রােধ করে। কোষ্ঠকাঠিন্য দূর করে এসিডিটি দূর করে শক্তি বৃদ্ধি করে নিশ্বাসের দুর্গন্ধ দূর করে ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে।রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে
হরিতকি
হরীতকীর গুঁড়াে জলে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে ( রক্তচাপ ও অন্ত্রের খিচুনি কমায়। খিচুনি রােধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক কোষ্ঠকাঠিন্য দূর করে হরীতকী দেহের শক্তি বৃদ্ধি করে। দাঁতে ব্যথা হলে হরীতকী গুঁড়াে লাগান, ব্যথা দূর হবে
হলুদ
পেটের বায়ু ও পুরনাে ডায়েরিয়া নিয়ন্ত্রণে কার্যকর কৃমিনাশক হিসেবে কাজ করে লিভারের সমস্যা উপশম করে।
তােতলামি সমস্যা দুর করে। হজমে দুর্বলতা দূর করে কোষ্ঠবদ্ধতা দূর করে
কফ, সর্দি ও ঠান্ডা লাগা থেকে মুক্তি দেয়। পুরনাে ঘুসঘুসে জ্বর, কোষ্ঠবদ্ধতা, পুরনাে কাশি কার্যকরী
সজিনা
সজনে ক্ষুধা বাড়ায়, বলবীর্য বৃদ্ধি করে পেটের অসুখে উপকারী। | বাত ও শ্লেম্মা সারে| গােদ ও গলগণ্ড হলে সজনে খেতে বলা হয়। | সজনে চোখের জন্যও ভালাে পেটে গ্যাস উৎপন্নে বাধা দেয়।ব্যথা, কাশি, নাক-মুখ থেকে রক্ত পড়া বন্ধ করে
শরীরের অনাকাঙ্ক্ষিত দাগ দূর করে।
অর্জুন
বুক ধড়ফড় করা দূর করে হৃৎপিন্ডের পেশি শক্তিশালী করে এবং কার্যক্ষমতা বাড়ায় লিভারসিরােসিসের টনিক হিসাবে ব্যবহৃত হয়। মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যাবহার হয় ঋতুস্রাবজনিত সমস্যা, ব্যথা, প্রদর কমায় অর্জুনের ছালের রস যৌন উদ্দীপনা বাড়ায়
ঘৃতকুমারী
ত্বকের সুরক্ষায় বিশেষ ভাবে কার্যকর চুলের জন্যও বেশ ভালাে একটি উপকারী উপাদান শরীরের রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে রস রক্তের সাথে মিশে রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দেয়। | হজমে মহৌষধ হিসেবে কাজ করে থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে
সর্পগন্ধা
যে বাড়ীতে সর্পগন্ধা থাকে সে বাড়ীতে সাপ আসে না। | গাছের মূল নানা প্রকার রােগের চিকিৎসায় লাগে।| উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভাল হয় | দৈহিক দুবর্লতা ও মানসিক অবসাদজনিত রােগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয় সাধারণ জ্বর এবং পেটের গােলমালেও উপকারী
সর্পগন্ধা
যে বাড়ীতে সর্পগন্ধা থাকে সে বাড়ীতে সাপ আসে না। | গাছের মূল নানা প্রকার রােগের চিকিৎসায় লাগে।| উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভাল হয় | দৈহিক দুবর্লতা ও মানসিক অবসাদজনিত রােগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয় সাধারণ জ্বর এবং পেটের গােলমালেও উপকারী
নিশিন্দা
এই গাছের পাতা, শিকড়, ফুল এবং ফল সব কিছু কাজে লাগে গরম পানিতে পাতার তার নির্যাস ক্রনিক ব্যথা দূর করে।
বাত, মাথাব্যাথা উপশম হয়। এটা হাপানি , ঠান্ডা জনিত রােগেও বিশেষ কার্যকরী গাছের ডাল পালা পােকামাকড় রােধী হজমশক্তি বৃদ্ধি করে
জলপাই
কর্মশক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের ঔজ্জ্বলতা বারায়
ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে হার শক্ত করে আত্রাইটিস প্রতিরােধ করে
মুটিয়ে যাওয়া প্রতিরােধ করে
চালতা
হার্ট ও লিভারের টনিক হিসেবে কাজ করে অর্শরােগ, কোষ্ঠকাঠিন্য এবং ডায়েরিয়া নিরাময়ে সাহায্য করে | ডায়াবেটিস প্রতিরােধ ক্ষমতাও রয়েছে
ঠান্ডা ও কাশির জন্য উপকারী বদহজমজনিত সমস্যার জন্য চালতা উপকারী
নিম
কফজনিত বুকের ব্যথা দূর করে কৃমিনাশক। উকুননাশক পােকামাকড়ের কামড়ের ব্যথা উপশম করে দাত মজবুত করে | জন্ডিসের ভাল ওষুধ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, নিম পাতা গরম পানিতে করে গসল করলে চর্মরােগ ভালো হয়ে যায়।
0 মন্তব্যসমূহ