৫৬৪ জনকে নিয়োগ দেবে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি Nuclear Power Plant Company Job Circular

৫৬৪ জনকে নিয়োগ দেবে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি Nuclear Power Plant Company Job Circular


 ৫৬৪ জনকে নিয়োগ দেবে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর স্বত্বাধীন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। তিনটি ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে ২৮টি ভিন্ন পদে মোট ৫৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।


পদের নাম


প্রথম বিজ্ঞপ্তি: এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল, ইলেকট্রনিকস, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, পদার্থ, সফটওয়্যার), জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল, ইলেকট্রনিকস, আইটি অ্যান্ড কমিউনিকেশন, এসি অ্যান্ড কুলিং, পদার্থ, রসায়ন)।


দ্বিতীয় বিজ্ঞপ্তি: ডেপুটি ম্যানেজার, সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিকস। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল), জুনিয়র ক্রেন অপারেটর, টেকনিশিয়ান (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, লেদ), ল্যাব টেকনিশিয়ান (কেমিক্যাল), টেকনিশিয়ান (ওয়েল্ডিং)।


তৃতীয় বিজ্ঞপ্তি: মিনিবাসচালক, জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল), জুনিয়র ল্যাব টেকনিশিয়ান (পদার্থ/রসায়ন), জুনিয়র টেকনিশিয়ান (পাম্প), টেকনিক্যাল অ্যাটেনডেন্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাটেনডেন্ট ও হেল্পার (মিনিবাস/বাস)।


পদসংখ্যা


মোট ৫৬৪ জন।


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা


বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন


প্রতিষ্ঠান নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা দেওয়া হবে।


আবেদন প্রক্রিয়া


আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://npcbl.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ তারিখ


২০ অক্টোবর, ২০২২।


সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।


http://npcbl.teletalk.com.bd/npcbl8/


বিস্তারিত বিজ্ঞপ্তিতে




সাম্প্রতিক পোস্টগুলি

সবগুলো দেখুন
The National Polymer Group Job Circular
Banglalink Job Circular Apply 2022 বাংলালিংক জব সার্কুলার 2022
বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক চাকরির বিজ্ঞপ্তি 2022 Bangladesh Navy Civilian Job Circular 2022
S. Alam Group Job Circular 2022
 পূবালী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি Pubali Bank Limited Manpower Recruitment Notification

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ