1. সুষম খাদ্যের উপাদান কয়টি? [৩৪, ২৯, ২৬তম বিসিএস]
উত্তর: 6টি।
2. কোন প্রাণী জলের প্রাণী হিসাবে বাতাসে শ্বাস নেয়? [৩৪, ২১, ১৮তম বিসিএস]
উত্তরঃ ডলফিন।
3. ডায়াবেটিক রোগ সম্পর্কে তথ্য কি ভুল? [৩৪,৩০ ২১তম বিসিএস]
উত্তর : চিনিযুক্ত খাবার খেলে এ রোগ হয়।
4. খাদ পিতলের উপাদানগুলি কী কী? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০ম বিসিএস]
উত্তরঃ তামা ও দস্তা।
5. যে বায়ু সর্বদা উচ্চ চাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় প্রবাহিত হয় তাকে কী বলে? [৩২, ১২, ১০ম বিসিএস]
উত্তরঃ অবিরাম বাতাস।
6. আকাশে কখন বিদ্যুৎ চমকাবে? [৩১ ২৮, দ্বাদশ বিসিএস]
উত্তর: মেঘের মধ্যে অসংখ্য পানির কণা/বরফ কণাতে চার্জ জমা থাকলে।
7. কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা বিনিময় প্রক্রিয়া কী? [৩১, ৩০ 24তম বিসিএস]
উত্তরঃ ইন্টারনেট।
8. মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজোম থাকে? [৩১, ২৬, ১৯, ১১তম বিসিএস]
উত্তরঃ 23 জোড়া।
9. কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক? [30 24 22 তম বিসিএস]
উত্তরঃ এডিস মশা।
10. এই ক্ষতিকারক রশ্মিগুলির মধ্যে কোনটি রঙিন টেলিভিশন থেকে নির্গত হয়? [৩০ ২৪, ২২, ১৮তম বিসিএস]
উত্তরঃ গামা রশ্মি।
11. গ্রিনহাউস প্রভাবের ফলে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক ক্ষতি কী হবে? [30, 26, 22, 19, 15 তম বিসিএস]
উত্তর: নিচু এলাকা তলিয়ে যাবে।
12. বৈদ্যুতিক পাখা ধীরে ঘোরালে খরচ কত হবে? [৩০, ২৩, ১১তম বিসিএস]
উত্তর: এটি একই খরচ হবে।
13. পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে? [৩৪তম, ২৩তম বিসিএস]
উত্তরঃ নিউট্রন ও প্রোটন।
14. প্রাণীজগতের উৎপত্তি ও বংশবৃত্তান্ত কী? [৩৮,৩৪তম বিসিএস]
উত্তরঃ জেনেটিক্স
15. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? [৩৬, ২৭তম বিসিএস]
উঃ অতিবেগুনি রশ্মি।
.
.
অংক
16.
একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে, ত্রিভুজটি কী
ধরনের হবে? [পিএসসি নন-ক্যাডার চাকরি - '03, '11, '12, '13, '13, '13]
উত্তরঃ সমকোণ।
16. বৃত্তের ব্যাস তিনগুণ বাড়লে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? [৩২, ২৬তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার চাকরি - '14, '14, '15, '15]
উত্তরঃ ৯ বার।
16.
সরলরেখায় আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = সরলরেখার এক-চতুর্থাংশের উপর
আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? [২১তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার জব-০৩,
'০৬, '১০,' ১১, '১১, '১৩, '১৩, '১৪]
উত্তরঃ ১৮ বার।
19. সরলরেখায়
অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? [২০তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার চাকরি - '06,
'10, '11, '12, '12, '13]
উত্তরঃ ৪ বার।
20 বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন-ক্যাডার চাকরি - '04, '08, '09, '13, '13, '13, 13, '14, '14, '14]
উত্তরঃ 22/6
21. সমান্তরালগ্রামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? [১৪তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার চাকরি - '০৩, '০৬, '১২, '১২, '১৩, '১৪]
উত্তর: জমি: উচ্চতা।
22. 1 কুইন্টালে কত কেজি? [১৪তম বিসিএস, [পিএসসি নন ক্যাডার চাকরি - '০৫, '০৬, '০৯, '১১]
উত্তরঃ 100 কেজি।
23.
একটি ত্রিভুজের তিনটি বাহু প্রসারিত করে উৎপন্ন তিনটি বাহ্যিক কোণের
সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার চাকরি - '০৬, '০৬, '১০, '১২,
'১৩, '১৪]
উত্তর: 3606
24. 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? [১৮তম বিসিএস, পিএসসি নন ক্যাডার চাকরি - '০৬, '১২]
উত্তর: 5050।
25.
একটি সমকোণী ত্রিভুজের কর্ণ কত হবে যদি এর সন্নিহিত বাহুগুলি যথাক্রমে 3
এবং 4 সেন্টিমিটার হয়? [১৪তম বিসিএস, [পিএসসি নন ক্যাডার চাকরি - '০৬,
'০৯, '১১, '১৩]
উত্তরঃ 5 সেন্টিমিটার।
26. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, ক্ষেত্রফল কত? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার চাকরি - '১০, '১১, '১৪, '১৪]
উত্তর: (√3) / 4 a²
27.
চিনির দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে কমিয়ে
দেয় যাতে চিনির খরচ বাড়েনি। পরিবার চিনি খাওয়ার খরচ কত শতাংশ কমিয়েছে?
[১০ম, ১২তম, ২৩তম, ৩৬তম বিসিএস]
উত্তর: 20%
28. a + b + c = 0 হলে, aᶾ + bᶾ + cᶾ এর মান কত? [দশম বিসিএস, নন-ক্যাডার চাকরি - 18, 15, 14, 12]
উত্তরঃ 3abc
29. টাকার বিনিময়ে 3টি আম কিনলে এবং 2 টাকায় বিক্রি করলে লাভের শতাংশ কত? [১০, ২৬, ৩২তম বিসিএস]
উত্তরঃ ৫০%
30 1 মিটারে কত ইঞ্চি? [১১তম, ২৫তম বিসিএস, নন-ক্যাডার চাকরি-০৫, ০৬, ১১, ১২, ১৫]
উত্তর: 39.38 উচ্চ।
.
.
সাধারণ জ্ঞান
.
31. বাঙালি জাতির প্রধান অংশ কোন প্রধান জাতিগোষ্ঠীর অন্তর্গত? [৩৬,২৬তম বিসিএস]
উত্তরঃ অস্ট্রিয়া।
32. 6 দফা দাবি কত সালে উত্থাপিত হয়েছিল? [৩৬, ১৩তম বিসিএস]
উত্তর: 1966 সালে।
33. IAEA এর সদর দপ্তর কোথায়? [৩৬, ২১, ১১তম বিসিএস]
উত্তরঃ ভিয়েনা।
34. বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? [৩৫, ১৫তম বিসিএস]
উত্তরঃ সিলেট।
35 অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? [৩৪, ২৪তম বিসিএস]
উত্তরঃ লন্ডন।
36. বাংলাদেশের সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? [৩৪তম, ২৬তম বিসিএস]
উত্তর: 7 মার্চ, 1983।
36. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? [৩২, ১১তম বিসিএস]
উত্তর: 10: 7।
36. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? [৩১তম, ২২তম, ১৯তম, ১৪তম, ১০ম বিসিএস]
উত্তরঃ সোনারগাঁও।
39. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [৩১, ২৯, ২২, ১০ম বিসিএস]
উত্তর: 1921 সালে।
40 প্রাচীন চাঁদ দ্বীপের বর্তমান নাম কি? [৩০, ১১তম বিসিএস]
উত্তরঃ বরিশাল।
41. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? [৩০, ২৬তম বিসিএস]
উত্তরঃ ১০ ডিসেম্বর।
42. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন পরিষদ কোনটি? [২৯তম, ২৬তম বিসিএস]
উত্তরঃ সেন্ট মার্টিন।
43. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? [২৯তম, ২২তম, ২০তম, ১৯তম, ১৫তম বিসিএস]
উত্তর: 11টি।
44. বাংলার রাজধানী ঢাকায় প্রথম কবে স্থাপিত হয়? [২৬, ২১, ১০ম বিসিএস]
উত্তরঃ 1810 সালে।
45. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? [২৬তম, ২৭তম বিসিএস]
উত্তর: 543।
46. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? [২৬তম, ২৭তম, ২২তম বিসিএস]
উত্তর: 1984 সালে।
47. বাংলাদেশ সংসদের কোরামে কতজন সদস্য রয়েছেন? [২৫তম, ২১তম বিসিএস]
উত্তর: 60 জন।
48. মধ্যপ্রাচ্যে প্রথম তেল অবরোধ কবে হয়? [২৫, ১৬তম বিসিএস]
উত্তরঃ উত্তরঃ 1973 সালে।
49. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫তম, ২৩তম বিসিএস]
উত্তরঃ ইন্দোনেশিয়া।
50. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [24, 18 14 তম বিসিএস]
উত্তরঃ কামরুল হাসান।
51. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? [২৩তম, ২২তম বিসিএস]
উত্তর: তৈরি পোশাক থেকে।
52. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস]
উত্তরঃ লালমনিরহাট জেলায়।
53. সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? [২২তম, ২০তম বিসিএস]
উত্তর: 1985 সালে ঢাকায়।
54. বাংলাদেশে একজন ব্যক্তির ভোটাধিকার পাওয়ার ন্যূনতম বয়স কত? [২০তম, ১৯তম বিসিএস]
উত্তর: 18 বছর।
55. 'মোনালিসা' এর চিত্রশিল্পী কে? [১৬তম, ১৪তম বিসিএস]
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি।
.
.
বাংলা
.
56. সঠিক বানান কোনটি? [১০ম, ২১তম বিসিএস]
উত্তরঃ মৃত।
57. 'কবর' নাটকের রচয়িতা কে? [১০ম, ১৬তম, ২১তম বিসিএস]
উত্তরঃ মুনীর চৌধুরী।
58. ক্রিয়ার প্রধান অংশ কি? [১০ম, দ্বাদশ বিসিএস]
উত্তরঃ ধাতু।
59 "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির রচয়িতা কে? [১০ম, ১৯তম বিসিএস]
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী।
60 বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০ম, ১৬তম বিসিএস]
উত্তরঃ ভাই গিরিশ চন্দ্র সেন।
61. বাংলা গীতিকবিতায় 'ভোরের পাখি' কে? [১১তম, ১৪তম বিসিএস]
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
62. 'আঙ্কেল স্টোরি' এর রচয়িতা কে? [১১তম, ২৯তম বিসিএস]
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।
63. মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা' কোন ধরনের গ্রন্থ? [১২তম, ৩৬তম বিসিএস]
উত্তরঃ পত্রকাব্য।
64. রোহিণী কোন উপন্যাসের নায়িকা? [১২তম, ১৬তম বিসিএস]
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
65 'বীরবল' কোন লেখকের ছদ্মনাম? [১৪তম, ১৬তম, ৩২তম বিসিএস]
উত্তরঃ প্রমথ চৌধুরী।
66.. মৌলিক শব্দ কোনটি? [৩৬, ১৪তম বিসিএস]
উত্তরঃ গোলাপ।
67. সমকালের সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫তম বিসিএস]
উত্তরঃ সিকান্দ্রা আবু জাফর।
68. সাধু ভাষা এবং কথ্যভাষার মধ্যে প্রধান পার্থক্য কোথায়? [১৫তম, ১৬তম বিসিএস]
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম আকারে।
69 বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? [১৮, ২৯তম বিসিএস]
উত্তরঃ 1955 সালে।
70 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে? [১৬তম, ২০তম বিসিএস]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
71. প্রত্যয় এবং উপসর্গের মধ্যে পার্থক্য কী? [১৬তম, ২৪তম বিসিএস]
উত্তর: উপসর্গটি শব্দের সামনে এবং প্রত্যয়টি পিছনে রয়েছে।
72. নিত্য মূর্ধন্য-শ যোগে কোন শব্দ গঠিত হয়? [২০তম, ২৪তম বিসিএস]
উত্তরঃ আছার।
73. 'বাংলা ভাষার ইতিহাস' কে লিখেছেন? [২১তম, ২৪তম বিসিএস]
উত্তরঃ ডঃ মুহম্মদ শহীদুল্লাহ।
74. 'কল্লোল' পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৬তম, ৩৩তম বিসিএস]
উত্তর: 1923 সালে। প্রকাশক দীনেশ রঞ্জন দাস।
75 'পাখি সব করে রাত্রি পোহাইল' কবিতাটির রচয়িতা কে? [২৬তম, ২৭তম বিসিএস]
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার।






0 মন্তব্যসমূহ