সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগসহ সকল নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-Important-questions-and-answers-for-all-recruitment-examinations-including-recruitment-of-assistant-teachers-in-government-primary-schools

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগসহ সকল নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

1. সুষম খাদ্যের উপাদান কয়টি? [৩৪, ২৯, ২৬তম বিসিএস]
উত্তর: 6টি।
2. কোন প্রাণী জলের প্রাণী হিসাবে বাতাসে শ্বাস নেয়? [৩৪, ২১, ১৮তম বিসিএস]
উত্তরঃ ডলফিন।
3. ডায়াবেটিক রোগ সম্পর্কে তথ্য কি ভুল? [৩৪,৩০ ২১তম বিসিএস]
উত্তর : চিনিযুক্ত খাবার খেলে এ রোগ হয়।
4. খাদ পিতলের উপাদানগুলি কী কী? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০ম বিসিএস]
উত্তরঃ তামা ও দস্তা।
5. যে বায়ু সর্বদা উচ্চ চাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় প্রবাহিত হয় তাকে কী বলে? [৩২, ১২, ১০ম বিসিএস]
উত্তরঃ অবিরাম বাতাস।

6. আকাশে কখন বিদ্যুৎ চমকাবে? [৩১ ২৮, দ্বাদশ বিসিএস]
উত্তর: মেঘের মধ্যে অসংখ্য পানির কণা/বরফ কণাতে চার্জ জমা থাকলে।
7. কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা বিনিময় প্রক্রিয়া কী? [৩১, ৩০ 24তম বিসিএস]
উত্তরঃ ইন্টারনেট।
8. মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজোম থাকে? [৩১, ২৬, ১৯, ১১তম বিসিএস]
উত্তরঃ 23 জোড়া।
9. কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক? [30 24 22 তম বিসিএস]
উত্তরঃ এডিস মশা।
10. এই ক্ষতিকারক রশ্মিগুলির মধ্যে কোনটি রঙিন টেলিভিশন থেকে নির্গত হয়? [৩০ ২৪, ২২, ১৮তম বিসিএস]
উত্তরঃ গামা রশ্মি।
11. গ্রিনহাউস প্রভাবের ফলে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক ক্ষতি কী হবে? [30, 26, 22, 19, 15 তম বিসিএস]
উত্তর: নিচু এলাকা তলিয়ে যাবে।
12. বৈদ্যুতিক পাখা ধীরে ঘোরালে খরচ কত হবে? [৩০, ২৩, ১১তম বিসিএস]
উত্তর: এটি একই খরচ হবে।
13. পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে? [৩৪তম, ২৩তম বিসিএস]
উত্তরঃ নিউট্রন ও প্রোটন।
14. প্রাণীজগতের উৎপত্তি ও বংশবৃত্তান্ত কী? [৩৮,৩৪তম বিসিএস]
উত্তরঃ জেনেটিক্স
15. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? [৩৬, ২৭তম বিসিএস]
উঃ অতিবেগুনি রশ্মি।
.
.
অংক
16. একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে, ত্রিভুজটি কী ধরনের হবে? [পিএসসি নন-ক্যাডার চাকরি - '03, '11, '12, '13, '13, '13]
উত্তরঃ সমকোণ।
16. বৃত্তের ব্যাস তিনগুণ বাড়লে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? [৩২, ২৬তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার চাকরি - '14, '14, '15, '15]
উত্তরঃ ৯ বার।
16. সরলরেখায় আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = সরলরেখার এক-চতুর্থাংশের উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? [২১তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার জব-০৩, '০৬, '১০,' ১১, '১১, '১৩, '১৩, '১৪]
উত্তরঃ ১৮ বার।
19. সরলরেখায় অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? [২০তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার চাকরি - '06, '10, '11, '12, '12, '13]
উত্তরঃ ৪ বার।
20 বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন-ক্যাডার চাকরি - '04, '08, '09, '13, '13, '13, 13, '14, '14, '14]
উত্তরঃ 22/6
21. সমান্তরালগ্রামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? [১৪তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার চাকরি - '০৩, '০৬, '১২, '১২, '১৩, '১৪]
উত্তর: জমি: উচ্চতা।
22. 1 কুইন্টালে কত কেজি? [১৪তম বিসিএস, [পিএসসি নন ক্যাডার চাকরি - '০৫, '০৬, '০৯, '১১]
উত্তরঃ 100 কেজি।
23. একটি ত্রিভুজের তিনটি বাহু প্রসারিত করে উৎপন্ন তিনটি বাহ্যিক কোণের সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন-ক্যাডার চাকরি - '০৬, '০৬, '১০, '১২, '১৩, '১৪]
উত্তর: 3606
24. 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? [১৮তম বিসিএস, পিএসসি নন ক্যাডার চাকরি - '০৬, '১২]
উত্তর: 5050।
25. একটি সমকোণী ত্রিভুজের কর্ণ কত হবে যদি এর সন্নিহিত বাহুগুলি যথাক্রমে 3 এবং 4 সেন্টিমিটার হয়? [১৪তম বিসিএস, [পিএসসি নন ক্যাডার চাকরি - '০৬, '০৯, '১১, '১৩]
উত্তরঃ 5 সেন্টিমিটার।
26. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, ক্ষেত্রফল কত? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার চাকরি - '১০, '১১, '১৪, '১৪]
উত্তর: (√3) / 4 a²
27. চিনির দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে কমিয়ে দেয় যাতে চিনির খরচ বাড়েনি। পরিবার চিনি খাওয়ার খরচ কত শতাংশ কমিয়েছে? [১০ম, ১২তম, ২৩তম, ৩৬তম বিসিএস]
উত্তর: 20%
28. a + b + c = 0 হলে, aᶾ + bᶾ + cᶾ এর মান কত? [দশম বিসিএস, নন-ক্যাডার চাকরি - 18, 15, 14, 12]
উত্তরঃ 3abc
29. টাকার বিনিময়ে 3টি আম কিনলে এবং 2 টাকায় বিক্রি করলে লাভের শতাংশ কত? [১০, ২৬, ৩২তম বিসিএস]
উত্তরঃ ৫০%
30 1 মিটারে কত ইঞ্চি? [১১তম, ২৫তম বিসিএস, নন-ক্যাডার চাকরি-০৫, ০৬, ১১, ১২, ১৫]
উত্তর: 39.38 উচ্চ।
.
.
সাধারণ জ্ঞান
.
31. বাঙালি জাতির প্রধান অংশ কোন প্রধান জাতিগোষ্ঠীর অন্তর্গত? [৩৬,২৬তম বিসিএস]
উত্তরঃ অস্ট্রিয়া।
32. 6 দফা দাবি কত সালে উত্থাপিত হয়েছিল? [৩৬, ১৩তম বিসিএস]
উত্তর: 1966 সালে।
33. IAEA এর সদর দপ্তর কোথায়? [৩৬, ২১, ১১তম বিসিএস]
উত্তরঃ ভিয়েনা।
34. বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? [৩৫, ১৫তম বিসিএস]
উত্তরঃ সিলেট।
35 অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? [৩৪, ২৪তম বিসিএস]
উত্তরঃ লন্ডন।
36. বাংলাদেশের সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? [৩৪তম, ২৬তম বিসিএস]
উত্তর: 7 মার্চ, 1983।
36. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? [৩২, ১১তম বিসিএস]
উত্তর: 10: 7।
36. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? [৩১তম, ২২তম, ১৯তম, ১৪তম, ১০ম বিসিএস]
উত্তরঃ সোনারগাঁও।
39. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [৩১, ২৯, ২২, ১০ম বিসিএস]
উত্তর: 1921 সালে।

40 প্রাচীন চাঁদ দ্বীপের বর্তমান নাম কি? [৩০, ১১তম বিসিএস]
উত্তরঃ বরিশাল।
41. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? [৩০, ২৬তম বিসিএস]
উত্তরঃ ১০ ডিসেম্বর।
42. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন পরিষদ কোনটি? [২৯তম, ২৬তম বিসিএস]
উত্তরঃ সেন্ট মার্টিন।
43. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? [২৯তম, ২২তম, ২০তম, ১৯তম, ১৫তম বিসিএস]
উত্তর: 11টি।
44. বাংলার রাজধানী ঢাকায় প্রথম কবে স্থাপিত হয়? [২৬, ২১, ১০ম বিসিএস]
উত্তরঃ 1810 সালে।
45. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? [২৬তম, ২৭তম বিসিএস]
উত্তর: 543।
46. ​​বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? [২৬তম, ২৭তম, ২২তম বিসিএস]
উত্তর: 1984 সালে।
47. ​​বাংলাদেশ সংসদের কোরামে কতজন সদস্য রয়েছেন? [২৫তম, ২১তম বিসিএস]
উত্তর: 60 জন।
48. ​​মধ্যপ্রাচ্যে প্রথম তেল অবরোধ কবে হয়? [২৫, ১৬তম বিসিএস]
উত্তরঃ উত্তরঃ 1973 সালে।
49. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫তম, ২৩তম বিসিএস]
উত্তরঃ ইন্দোনেশিয়া।
50. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [24, 18 14 তম বিসিএস]
উত্তরঃ কামরুল হাসান।
51. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? [২৩তম, ২২তম বিসিএস]
উত্তর: তৈরি পোশাক থেকে।
52. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস]
উত্তরঃ লালমনিরহাট জেলায়।
53. সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? [২২তম, ২০তম বিসিএস]
উত্তর: 1985 সালে ঢাকায়।
54. বাংলাদেশে একজন ব্যক্তির ভোটাধিকার পাওয়ার ন্যূনতম বয়স কত? [২০তম, ১৯তম বিসিএস]
উত্তর: 18 বছর।
55. 'মোনালিসা' এর চিত্রশিল্পী কে? [১৬তম, ১৪তম বিসিএস]
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি।
.
.
বাংলা
.
56. সঠিক বানান কোনটি? [১০ম, ২১তম বিসিএস]
উত্তরঃ মৃত।
57. 'কবর' নাটকের রচয়িতা কে? [১০ম, ১৬তম, ২১তম বিসিএস]
উত্তরঃ মুনীর চৌধুরী।
58. ক্রিয়ার প্রধান অংশ কি? [১০ম, দ্বাদশ বিসিএস]
উত্তরঃ ধাতু।
59 "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির রচয়িতা কে? [১০ম, ১৯তম বিসিএস]
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী।
60 বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০ম, ১৬তম বিসিএস]
উত্তরঃ ভাই গিরিশ চন্দ্র সেন।
61. বাংলা গীতিকবিতায় 'ভোরের পাখি' কে? [১১তম, ১৪তম বিসিএস]
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

62. 'আঙ্কেল স্টোরি' এর রচয়িতা কে? [১১তম, ২৯তম বিসিএস]
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।
63. মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা' কোন ধরনের গ্রন্থ? [১২তম, ৩৬তম বিসিএস]
উত্তরঃ পত্রকাব্য।

64. রোহিণী কোন উপন্যাসের নায়িকা? [১২তম, ১৬তম বিসিএস]
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
65 'বীরবল' কোন লেখকের ছদ্মনাম? [১৪তম, ১৬তম, ৩২তম বিসিএস]
উত্তরঃ প্রমথ চৌধুরী।

66.. মৌলিক শব্দ কোনটি? [৩৬, ১৪তম বিসিএস]
উত্তরঃ গোলাপ।
67. সমকালের সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫তম বিসিএস]
উত্তরঃ সিকান্দ্রা আবু জাফর।
68. সাধু ভাষা এবং কথ্যভাষার মধ্যে প্রধান পার্থক্য কোথায়? [১৫তম, ১৬তম বিসিএস]
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম আকারে।
69 বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? [১৮, ২৯তম বিসিএস]
উত্তরঃ 1955 সালে।

70 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে? [১৬তম, ২০তম বিসিএস]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

71. প্রত্যয় এবং উপসর্গের মধ্যে পার্থক্য কী? [১৬তম, ২৪তম বিসিএস]
উত্তর: উপসর্গটি শব্দের সামনে এবং প্রত্যয়টি পিছনে রয়েছে।
72. নিত্য মূর্ধন্য-শ যোগে কোন শব্দ গঠিত হয়? [২০তম, ২৪তম বিসিএস]
উত্তরঃ আছার।

73. 'বাংলা ভাষার ইতিহাস' কে লিখেছেন? [২১তম, ২৪তম বিসিএস]
উত্তরঃ ডঃ মুহম্মদ শহীদুল্লাহ।

74. 'কল্লোল' পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৬তম, ৩৩তম বিসিএস]
উত্তর: 1923 সালে। প্রকাশক দীনেশ রঞ্জন দাস।

75 'পাখি সব করে রাত্রি পোহাইল' কবিতাটির রচয়িতা কে? [২৬তম, ২৭তম বিসিএস]
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার।

 


বিশ্বের সব দেশের নাম, রাজধানী এবং মুদ্রার নাম
সরকারী চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন?
বীজগাণিতিক ,পাঠিগণিত,জ্যামিতি, কত্রিকোণমিতিসহ যাবতীয় গণিতের সূত্রাবলি সব একসাথে দেখে নিনঃ
কম্পিউটার ও আই.সি.টি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো চাকরির পরীক্ষায় বার বার আসে.....
গত প্রায় 20 বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এই ১০০০ ভোকাবুলারঃ জেনে নিন....

 

চাকরির ‘ভাইভা বোর্ডে’ সবচেয়ে বেশি জিজ্ঞে’স করা  প্রশ্নঃ
চাকরির পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ ৩৭৬টি বাগধারা জেনে নিনঃ
সুদকষার সব অংক করার ৯টি টেকনিকঃ


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ